নাজনীন সুলতানা সুমাইয়া'র কবিতা ‘তিক্ত বুকে রিক্ত’

প্রকাশ: ১৮ মে ২০২৪, ১৭:১৪ | আপডেট : ১৮ মে ২০২৪, ১৭:১৭

তিক্ত বুকে রিক্ত
নাজনীন সুলতানা সুমাইয়া
রক্ত শুষে সিক্ত জীবন
সয়না আমার প্রাণ
তিক্ত বুকে রিক্ত আমি
চাইনা কিছু মন তাই হৃদয়ের অগ্নিবীন
আজ গর্জে আসে
ভর্ৎস কন্ঠে রুদ্র ভাষা
এ হৃদয়ে ভাসে এইতো আমি একঘেয়েমি
একলা মরুর বুকে
সবার থেকে মুক্তি নিয়ে
থাকতে চাই যে সুখে এবিএন/জেডি
নাজনীন সুলতানা সুমাইয়া
সয়না আমার প্রাণ
তিক্ত বুকে রিক্ত আমি
চাইনা কিছু মন তাই হৃদয়ের অগ্নিবীন
আজ গর্জে আসে
ভর্ৎস কন্ঠে রুদ্র ভাষা
এ হৃদয়ে ভাসে এইতো আমি একঘেয়েমি
একলা মরুর বুকে
সবার থেকে মুক্তি নিয়ে
থাকতে চাই যে সুখে এবিএন/জেডি
এই বিভাগের আরো সংবাদ