মুক্তির প্রতিধ্বনি 

  শেখ ফয়সল আমীন

০৭ মার্চ ২০২৪, ১২:৩৭ | আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৩:০৪ | অনলাইন সংস্করণ

শেখ ফয়সল আমীন
যে শব্দটা হাজার বছর ধরে
শোষণের পাতালপুরীতে চাপা পড়ে আছে
ক্ষতবিক্ষত হয়েছে
পলাশীর প্রান্তরে ব্রিটিশ গোলার আঘাতে

যে দাবির জন্য অকাতরে প্রাণ দিয়েছে
ইতিহাসপূর্বকাল থেকে অধিকারহারা বাঙালি
জীবনের পরে জীবন বিসর্জনে
সৃষ্টি করেছে মৃত্যুহীন এক জাতিসত্তা। 

যে স্বপ্ন বুকে নিয়ে ক্ষুদিরাম, মাস্টার দা'রা 
হয়েছে চির সংগ্রাম-সঞ্জীবনী 
প্রীতিলতা, ইলা মিত্ররা অঙ্গে মেখেছে
এ মাটির চির মমতা
নজরুল হয়েছে চির-বিদ্রোহী বীর
সুকান্ত হয়েছে আগ্নেয়গিরি, ভিসুভিয়াস-ফুজিয়ামার সহোদর

যে লক্ষ্যে প্রাণ দিয়েছে রফিক-সালাম-বরকত
বুকের রক্তে রাঙিয়েছে বর্ণমালা শফিউর-জব্বার
জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে রাজপথে নেমেছে আসাদ-মতিউর
পতাকায় সার্বভৌমত্বের রূপ এঁকেছে শিবনারায়ণ দাস

সে শব্দ, সে দাবি, সে স্বপ্ন, সে লক্ষ্য হলো 'মুক্তি'
সে মুক্তির বারতা নিয়ে
সহস্র বছরের দহন বুকে চেপে
বঙ্গবন্ধু বললেন ' এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম'। 
এ যেন  স্বাধীনতাপাগল বাঙালির অগ্নিঝরা কথামালা 
এ আমাদের মুক্তির প্রতিধ্বনি। 

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ