আজকের শিরোনাম :

আল মাহমুদের ৮৭-তম জন্মবার্ষিকীতে 'ঐতিহ্য'-এর নিবেদন

'অর্ধশত সাক্ষাৎকারে আল মাহমুদ'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১৮:০৯

আজ ১১ জুলাই ২০২৩ বাংলা সাহিত্যের বরেণ্য কবি আল মাহমুদের ৮৭-তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে 'ঐতিহ্য' প্রকাশ করেছে সরদার আবদুর রহমান সংকলিত ও সম্পাদিত সাক্ষাৎকার সংকলন 'অর্ধশত সাক্ষাৎকারে আল মাহমুদ'। এই গ্রন্থে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র ও লিটল ম্যাগাজিনে বিভিন্ন সময় প্রকাশিত আল মাহমুদের ছোটবড় ৫০টি সাক্ষাৎকার সংকলিত হয়েছে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন শিল্পী গালিব সর্দার। ৬১৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৪০০টাকা।

বইটি পাওয়া যাচ্ছে ঢাকায় 'ঐতিহ্য'-এর বাংলাবাজার ও কাঁটাবন কেন্দ্রে এবং ঐতিহ্য অনলাইনে। এছাড়া বই বিপণন সংস্থা 'নির্বাচিত'-এর ঢাকার উত্তরা, কাঁটাবন, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, যশোর, কুমিল্লা কেন্দ্রেও বইটি পাওয়া যাচ্ছে।

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ