অমিত বণিকের একগুচ্ছ একুশের কবিতা ‘আ মরি বাংলা ভাষা’

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৫

আ মরি বাংলা ভাষা
অমিত বণিক
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার হৃদয় প্রাণে
বাংলা জুড়ে বিরাজ করে
মুক্ত পাখির কলতানে।। বাংলা ভাষায় খুশির খেয়া তরী
রকমারি সৃষ্টি সব মানস সিন্ধু ভরি। বাংলায় আছে রাখাল ছেলের মিষ্টি বাঁশির সুর,
বাংলায় আছে বাংলা ভাষীর হৃদয় ভুবন পুর।। বাংলা আমার সন্ধ্যা তারায় ভোরের স্নিগ্ধ হাওয়ায়
বাংলা আমার মুক্ত বেণীর গঙ্গার স্রোত ধারায় ।। রক্তে লেখা মাতৃভাষা অমিত বণিক
মাতৃভাষা রক্ষা করতে দিয়ে গেলে প্রাণ
তোমাদের নাম ইতিহাসে হয়ে থাকবে অম্লান
লড়াই করে জীবন দিয়ে রেখেছো দেশের মান।। রফিক জব্বার সালাম বরকত তোমাদের জানাই অন্তরের সালাম
দেশের তরে প্রাণ দিয়ে রেখেছো জাতির সুনাম।। বিশ্ব দরবারে আজ বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিয়েছে নতুন দিশা
ভুলিনি ভুলবো না ভাইয়ের রক্তে লেখা মাতৃভাষা।।
একুশের অঙ্গীকার অমিত বণিক ভাষার মাসেই ভাষা নিয়ে যত কথা
বলতে শোনা যায় বারং বার
ভাষার মাস ফুরিয়ে গেলেই
খোঁজ থাকে না আর।। আজ যারা ভাষা নিয়ে অতি কথন করে বেশি চিন্তিত
তারাই সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে আনন্দিত।।
ভাষার প্রতি যদি থাকে টান
বাড়বে দেশের মান
বিদেশি ভাষার অতি ব্যবহার
হারাবে দেশের সম্মান। এবিএন/জসিম/গালিব
বাংলা আমার হৃদয় প্রাণে
বাংলা জুড়ে বিরাজ করে
মুক্ত পাখির কলতানে।। বাংলা ভাষায় খুশির খেয়া তরী
রকমারি সৃষ্টি সব মানস সিন্ধু ভরি। বাংলায় আছে রাখাল ছেলের মিষ্টি বাঁশির সুর,
বাংলায় আছে বাংলা ভাষীর হৃদয় ভুবন পুর।। বাংলা আমার সন্ধ্যা তারায় ভোরের স্নিগ্ধ হাওয়ায়
বাংলা আমার মুক্ত বেণীর গঙ্গার স্রোত ধারায় ।। রক্তে লেখা মাতৃভাষা অমিত বণিক
মাতৃভাষা রক্ষা করতে দিয়ে গেলে প্রাণ
তোমাদের নাম ইতিহাসে হয়ে থাকবে অম্লান
লড়াই করে জীবন দিয়ে রেখেছো দেশের মান।। রফিক জব্বার সালাম বরকত তোমাদের জানাই অন্তরের সালাম
দেশের তরে প্রাণ দিয়ে রেখেছো জাতির সুনাম।। বিশ্ব দরবারে আজ বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিয়েছে নতুন দিশা
ভুলিনি ভুলবো না ভাইয়ের রক্তে লেখা মাতৃভাষা।।
একুশের অঙ্গীকার অমিত বণিক ভাষার মাসেই ভাষা নিয়ে যত কথা
বলতে শোনা যায় বারং বার
ভাষার মাস ফুরিয়ে গেলেই
খোঁজ থাকে না আর।। আজ যারা ভাষা নিয়ে অতি কথন করে বেশি চিন্তিত
তারাই সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে আনন্দিত।।
ভাষার প্রতি যদি থাকে টান
বাড়বে দেশের মান
বিদেশি ভাষার অতি ব্যবহার
হারাবে দেশের সম্মান। এবিএন/জসিম/গালিব
এই বিভাগের আরো সংবাদ