আজকের শিরোনাম :

আজ কবি আহসান হাবীবের জন্মদিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ১০:১০

কবি আহসান হাবীবের জন্মদিন আজ। তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। ‘দৈনিক বাংলা’ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে দায়িত্ব পালন সূত্রে তিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাহিত্য অঙ্গনে অভিভাবকের ভূমিকা রেখেছেন।

পারিবারিকভাবে আহসান হাবীব সাহিত্য-সংস্কৃতির আবহে বড় হয়েছেন। সেই সূত্রে বাল্যকাল থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত হন তিনি। পিরোজপুর গভর্নমেন্ট স্কুল থেকে ১৯৩৫ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বরিশালের বিএম কলেজে ভর্তি হন। দেড় বছর পড়াশোনার পর অর্থনৈতিক সংকটের কারণে ১৯৩৬ সালের শেষার্ধে কাজের খোঁজে কলকাতায় পাড়ি জমান।

কলকাতা গিয়ে আহসান হাবীবের সংগ্রামমুখর জীবনের পথচলা শুরু। ১৭ টাকা বেতনে ১৯৩৭ সালে ‘দৈনিক তকবির’ পত্রিকায় সহসম্পাদক পদে যোগ দেন। এরপর তিনি কলকাতার ‘বুলবুল’ পত্রিকা, ‘মাসিক সওগাত’ ও ‘আকাশবাণী’র কলকাতা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট হিসেবেও কাজ করেন। কাব্যগ্রন্থ, বড়দের উপন্যাস, গল্প, প্রবন্ধ-নিবন্ধ, ছোটদের ছড়া ও কবিতার বই মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা ২৫। ১৯৮৫ সালের ১০ জুলাই কবি আহসান হাবীব মৃত্যুবরণ করেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ