আজকের শিরোনাম :

চলে গেলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২, ১০:৩২

ফের আবৃত্তি জগতে নক্ষত্র পতন।  চলে গেলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ।  এর আগে, ২০২১ সালের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী গৌরী ঘোষের।  আর আজ (৭ মে) বাচিক শিল্পে আরও এক অন্ধকার দিন। শিল্পীর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই নেমে এসেছে শোকের ছায়া। 

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে জানা যাচ্ছে, কয়েকদিন আগে অসুস্থতার কারণে হাওড়ার বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ বাচিকশিল্পীকে।  গলায় অস্ত্রোপচার হয়। তারপর তিনি সুস্থই ছিলেন। আজ ভোরে হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্ট হয়। নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই সকাল ৭টা ৩৫ মিনিটে মৃত্যু হয় পার্থ ঘোষের। হাসপাতাল থেকে দমদমের বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। এরপর সেখান থেকে আজই নিমতলা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।

গত বছরের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষের। রেডিওয় উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু হয় আবৃত্তিকার দম্পতির। দীর্ঘ দিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। এবার পার্থ ঘোষের প্রয়াণে একটি যুগের অবসান হল।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ