আজকের শিরোনাম :

বাংলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ১৩:৫৪

বাংলা একাডেমির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির প্রতি এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

দিনটি স্মরণে ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ এবং আজিমপুর কবরস্থানে বাংলা একাডেমির সাবেক দুই সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বাংলা একাডেমির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে পূর্বঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের ইন্তেকালে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা এবং সাংস্কৃতিক আয়োজন ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ