আজকের শিরোনাম :

রাজনীতিবিদরা ভাষা ও সংস্কৃতি নিয়ে যা বলেন তা মনে ধারণ করেন না

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১৮:৫০

রাজনীতিবিদরা ভাষা ও সংস্কৃতি নিয়ে যা বলেন তা প্রকৃতভাবে মন থেকে ধারণ করেন না। মন্তব্য করেছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর।

দুপুরে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ভাষা ও সংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধনীতে এমন মন্তব্য করেন তিনি। আসাদুজ্জামান নূর আরও বলেন,'আমি অনেক অনুষ্ঠানে দেখেছি, মন্ত্রী এমপিরা আসেন, দেশের সংস্কৃতি ইতিহাস নিয়ে কথা বলেন এবং বক্তৃতা শেষে দলবল নিয়ে চলে যান। কারণ তার একটি গানও শোনার সময় নেই। সাংস্কৃতির সঙ্গে কিন্তু আমাদের প্রাণের যোগ দরকার। এই প্রাণের যোগটা কিন্তু খুব জরুরী।'

অনুষ্ঠানে ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে শিক্ষার হার ৫০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭৫ শতাংশ। যার পেছনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকাও রয়েছে।

এসময় মো. মঞ্জুরুল ইসলাম আরও বলেন,'প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত ও উন্নয়নশীল দেশে নিয়ে যাবার যে পরিকল্পনা তার একটা মূল চালিকা শক্তি শিক্ষার হারকে বাড়ানো। তিনি একটা পরিকল্পনা দিয়েছিলেন। কিন্তু আমি মনে করি শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ