আজকের শিরোনাম :

বিআইডব্লিউটিসিতে ১৮৭৭ পদ খালি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২১, ২০:২৫

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) এক হাজার ৮৭৭টি পদ খালি রয়েছে। বুধবার (৯ জুন) সংসদ ভবনে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এসব শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির পক্ষ থেকে জানানো হয়েছে। সংস্থাটিতে বর্তমানে বিভিন্ন শ্রেণির ৪ হাজার ৭৮০টি পদের বিপরীতে ২ হাজার ৯০৩ জন কর্মরত আছেন।

বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনের তথ্য অনুসারে, সংস্থাটিতে প্রথম শ্রেণির ১৭০টি পদের মধ্যে কর্মরত আছেন ১৩১ জন। দ্বিতীয় শ্রেণির ৪৩৮টি পদের মধ্যে কর্মরত ২৪০ জন এবং শূন্য আছে ১৯৮টি।

তৃতীয় শ্রেণির দুই হাজার ২৯২টি পদের মধ্যে কর্মরত আছেন এক হাজার ৩৭৬ জন, খালি আছে ৯১৬টি। আর চতুর্থ শ্রেণির এক হাজার ৮৮০টি পদের মধ্যে কর্মরত এক হাজার ১৫৬ জন এবং শূন্য আছে ৭২৪টি পদ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ