আজকের শিরোনাম :

১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ১৮:০২ | আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৮:২২

দেশে করোনাভাইরাসের পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। লকডাউনের কারণে চলমান ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামীকাল রবিবার (৪ এপ্রিল) থেকে স্থগিত করা হয়েছে।

লকডাউন যতদিন থাকবেন ততদিন এ পরীক্ষা বন্ধ থাকবে। তবে আজ শনিবার (৩ এপ্রিল) পূর্বঘোষিত মৌখিক পরীক্ষা চলছে। এ নিয়ে দুপুরে বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব (উপসচিব) ড. এ. টি. এম. মাহবুব-উল করিম গণমাধ্যমকে বলেন, শনিবারের মৌখিক পরীক্ষাগুলো চলছে। রবিবারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। যতদিন লডডাউন চলবে ততদিন এসব পরীক্ষা স্থগিত থাকবে।

তিনি আরও বলেন, লকডাউনের কারণে শিক্ষক নিবন্ধনের অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার দুপুরে একটি বৈঠক ডাকা হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ