আজকের শিরোনাম :

করোনার কারণে ৯৭ লাখ শিশুর স্কুল থেকে ঝড়ে পড়ার আশঙ্কা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ২১:২৩

করোনা মহামারীর কারণে বিশ্বের ৯৭ লাখ শিশু স্কুল থেকে ঝড়ে পড়তে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিল্ড্রেন।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবের পর শুধু এপ্রিল মাসেই ১৬০ কোটি শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে থেকে ঝরে পড়ে। ইতিহাসে এই প্রথম পুরো একটি প্রজন্মের শিক্ষা ব্যবস্থা ব্যহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

করোনা মহামারীর কারণে বিশ্বের প্রায় ৯ থেকে ১২ কোটি শিশু দারিদ্র্যে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব পড়বে শিশুদের স্কুলে ভর্তি এবং উপস্থিতির ওপর। ফলে অর্থাভাবে রয়েছে এমন এবং প্রান্তিক পরিবারের শিশুদের বাধ্য হয়ে অল্প বয়সেই অর্থ উপার্জন এবং বিয়ে করতে হবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ