আজকের শিরোনাম :

গাজীপুরে হাসপাতালের বিল দিতে না পেরে ২৫ হাজার টাকায় সন্তান বিক্রি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০, ২১:৫৮ | আপডেট : ০২ মে ২০২০, ২২:০২

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে সন্তান বিক্রি করেছে এক দম্পতি। ঘটনা জানতে পেরে বিল পরিশোধের মাধ্যমে নবজাতককে মায়ের কোলে তুলে দিয়ে মানবিকতার নজির স্থাপন করেলেন জিএমপি কমিশনার আনোয়ার হোসেন।

কেয়া খাতুন ২১শে এপ্রিল প্রসব বেদনা নিয়ে ভর্তি হন গাজীপুরের কোনাবাড়ির সেন্ট্রাল মেডিক্যাল হাসপাতালে। ওই দিনই সিজারের পর কোল আলো করে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয় তার।

হাসপাতালে ১৬ হাজার টাকার বিল দিতে না পারায় ১১দিন পর তাদের বিল আসে ৪২ হাজার টাকা। তাই বাধ্য হয়ে ২৫ হাজার টাকার বিনিময়ে বাচ্চা বিক্রি করে হাসপাতাল ছাড়েন শরীফ-কেয়া দম্পতি।

বিষটি নজরে আসার পর গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আনোয়ার হোসেন ২৫ হাজার টাকা দিয়ে শিশুটিকে ফিরিয়ে এনে বাবা-মার কোলে তুলে দেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। হাসপাতালের উপরে আনা অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ।

এদিকে তদন্তের সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন জিএমপি কমিশনার আনোয়ার হোসেন।

এবিএন/মমিন/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ