নুসরাতের জানাযায় হাজারো মানুষের ঢল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ১৮:২৫

ফেনীর সোনাগাজীতে এখন নুসরাতের স্বজনদের আর্তনাদ আর হাহাকার। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সোনাগাজীর চরচান্দিয়া গ্রামে তার জানাজায় অংশ নিতে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। শেষবারের মতো তার বাড়িতে ভিড় করেন শোকাহত প্রতিবেশিরা। কান্নায় ভেঙে পড়েন তারা।

বাড়ি ফিরেছে নুসরাত। হাজার হাজার মানুষ শোকার্ত মানুষের ভিড় ঠেলে তার নিথর দেহটি পৌঁছে দেয়া হয় বাড়ির আঙিনায়।

পুরোটা পথ ছিলেন লাশের পাশে। সোনাগাজীর উত্তর চরচান্দিয়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছে আর সংজ্ঞা ধরে রাখতে পারেননি নুসরাতের ভাই। স্বজন ও সতীর্থদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস।

বৃদ্ধ দাদা হয়তো ভাবেননি তরুণী নাতনির লাশের ভার বইতে হবে তাকে। সরকারি সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাদীর পাশের কবরেই অন্তিম শায়ান হবে তার।

যৌন হয়রানীর অপমান আর প্রতিবাদের আগুন বুকে নিয়ে চলে যেতে হয়েছে নুসরাতকে। ফাঁকা পড়ে ছিল তার পরীক্ষার আসন। পড়ার টেবিলে এলোমেলো বইগুলো আর তার স্পর্শ পাবে না। কেবল রয়ে যাবে তার অকাল প্রয়াণের বেদনা।

নুসরাতের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবেই দেখছেন এলাকাবাসী। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন তারা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ