আজকের শিরোনাম :

টাঙ্গাইলে গণধর্ষণের ঘটনায় বাস চালকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ২০:৩৭

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে চলন্ত বাসে প্রতিবন্ধি নারীকে গণধর্ষণের মূল হোতা বাসচালক আলমকে গ্রেপ্তার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে ভূঞাপুর উপজেলার পূনর্বাসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পূনর্বাসন গ্রামের ইন্নছ খন্দকারের ছেলে। গ্রেপ্তারের পর পরই পুলিশের কাছে পরে দুপুরে আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থনা অফিসার ইনচার্জ মো.মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কবিরুল ইসলাম একদল পুলিশ সহকারে সকাল সাড়ে ৭টার দিকে ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পূনর্বাসন গ্রামে অভিযান চালায়। এসময় ওই স্থান থেকে ধর্ষণের মূল হোতা বাসচালক আলমকে গ্রেপ্তার করে।

পরে সে পুলিশের কাছে ওই প্রতিবন্ধি নারীকে ধর্ষণের কাথা স্বীকার করে। দুপুরের দিকে তাকে আদালতে হাজির করা হলে আদালতেও সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে এ ঘটনায় প্রথমে হেলপার নাজমুল  ও পরে সুপারভাইজার এরশাদকে আটক করা হয়। বর্তমানে তারা কারাগারে আছে।

উল্লখ্য, ৩০ শে আগষ্ট রাত ১০টার পর প্রতিবন্ধি ওই নারী টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে বঙ্গবন্ধু সেতুর গামী বাসটিতে উঠেন। পথিমধ্যে বিভিন্ন স্থানে অন্য সব যাত্রীরা নেমে যায়। সেতুর পূর্ব প্রান্তের বাস স্ট্যান্ডে পৌঁছার পর ওই নারীকে একা পেয়ে চালক আলম খন্দকার ধর্ষণ করেন। এসময় নাজমুল বাসের দরজায় দাঁড়িয়ে থেকে পাহারা দেন। এসময় মেয়েটির চিৎকারে মহাসড়কে টহলরত পুলিশ শব্দ শুনতে পেয়ে বাসটির পিছু নিয়ে বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় বাসস্ট্যান্ডে গিয়ে গাড়িসহ হেলপারকে আটক করতে পারলেও বাকি সবাই পালিয়ে যায়।

এবিএন/কামাল হোসেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ