আজকের শিরোনাম :

করোনা লকডাউনে বেড়েছে শিশু এবং মাতৃমৃত্যু হার: জাতিসংঘ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৭:২৯

করোনা সংক্রমণ শুরুর পর দক্ষিন এশিয়ায় স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনায় শিশু মৃত্যু বেড়েছে। দক্ষিন এশিয়ার দেশ আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই ছয়টি দেশের মৃত্যু হার পর্যালোচনা বিষয়ক এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

করোনা বিপর্যয়ে গত বছর দক্ষিন এশিয়ায় প্রায় দুই লাখ ৩৯ হাজার মা এবং শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। দুই লাখ ২৮ হাজার শিশুর মৃত্যু হয়েছে যাদের বয়স পাঁচ বছরেরও কম।

শিশু মৃত্যুর হারের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। ২০২০ সালে ভারতে শিশু মৃত্যুর হার ১৫ দশমিক চার শতাংশ বেড়েছে, এর পরেই বাংলাদেশে বেড়েছে ১৩ শতাংশ। এছাড়া মাতৃমৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে ২১ দশমিক পাঁচ শতাংশ মাতৃমৃত্যু হার বেড়েছে এবং দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে বেড়েছে ২১ দশমিক তিন শতাংশ।  

এদিকে দক্ষিণ এশিয়ায় এক লাখ ৮৬ হাজার মানুষ করোনায় মারা গেছে বলে দাবি করেছে জাতিসংঘ। স্বাস্থ্য সেবার অব্যবস্থাপনাই এ মৃত্যুর জন্য দায়ি বলে দাবি করছে জাতিসংঘ। এছাড়া নারী, শিশু এবং কিশোর-কিশোরীরা করোনায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করা হয়েছে।    

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ