আজকের শিরোনাম :

দেশের কোথাও কোথাও নদ-নদীসমূহের বৃদ্ধি পাচ্ছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২০, ১৭:১৩ | আপডেট : ২০ জুন ২০২০, ১৭:২৮

ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এসময়ে আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ভারতের উত্তরাঞ্চলের সিকিম এবং জলপাইগুড়ি অংশে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং বিপদসীমা সংলগ্ন অবস্থান করতে পারে।

এদিকে দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৮টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে হ্রাস পেয়েছে ৩৩টি পানি সমতল স্টেশনের।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে ডালিয়া স্টেশনে ৬২ মিলিমিটার এবং ফরিদপুরে ৬২ মিলিমিটার।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ