আজকের শিরোনাম :

বৃষ্টি ঝরবে আরও দুদিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২০, ১০:৪২

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে মঙ্গলবার থেকে উপকূলসহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ঝড়ো বাতাসসহ হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আগামী শনিবার (২৩ মে) পর্যন্ত দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন শেষের দিকে বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আম্পানের প্রভাবে দমকা হাওয়াসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আগামী শনিবারের দিকে বৃষ্টির প্রবণতা হ্রাস পাবে। এ সময় তাপমাত্রা আরও বাড়বে। এর কয়েকদিন পর তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আজ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ