আজকের শিরোনাম :

আম্পানের প্রভাবে সাগর উত্তাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২০, ১৬:৫৬

ঘূর্ণিঝড় আম্পান প্রভাব বিস্তার শুরু করছে পটুয়াখালী উপকূলীয় এলাকায়। গত দুদিন ধরে ভ্যাপসা গরমের সঙ্গে প্রচন্ড রোদ বিরাজ করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে।

এদিকে, সাগর উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারগুলো আশ্রয় নিয়েছে মৎস্য বন্দর আলীপুর-মহিপুরসহ নিরাপদ প্রত্যাশ্রয়ে। করোনা প্রাদূর্ভাবের মধ্যে ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্ক বিরাজ করছে উপকূলীয় এলাকার বাসিন্দাদের মাঝে।

সম্ভাব্য ঘূর্নিঝড় মোকাবেলায় ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন। মানুষকে নিরাপদ আশ্রয়ে যাবার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করেছে জেলা-উপজেলা প্রশাসন ও সিপিপিস স্বেচ্ছাসেবকরা। জেলায় সাতশ পঞ্চাশটি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য তৈরী রয়েছে তিনশ পঁচিশটি মেডিক্যাল টিম।

জেলা প্রশাসক জানিয়েছেন জরুরী ত্রাণ হিসেবে জেলায় নয়শ মেট্রিক টন চাল ও ৪৫ লাখ টাকা নগদ অর্থ মজুদ রয়েছে। জেলার অভ্যন্তরীণ সকল রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।  এছাড়া, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় জেলার সকল দপ্তরের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ