আজকের শিরোনাম :

আজও বৃষ্টি, ঝরবে আরও কিছুদিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১০:৫২

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে।

এ দিকে বুধবার রাজধানীতে সারাদিন বৃষ্টি আসি আসি করেও আসেনি। সকাল থেকে কিছুক্ষন পর পর আকাশ কালো করে মেঘও জমেছিল। তবে রাজধানীতে বৃষ্টি না হলেও দেশের উত্তর, মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চল সবখানেই বৃষ্টি ঝরেছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতও হয়েছে।

বঙ্গোপসাগরের অদূরে আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরির পরিস্থিতি তৈরি হয়েছিল তা আজও অব্যাহত আছে। আজ বৃহস্পতিবার বা কাল শুক্রবারের মধ্যে সেখানে একটি লঘুচাপ ও তারপর নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বৃষ্টিপাত বাড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, আজ বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি আগামী মে মাসের দুই থেকে তিন তারিখ পর্যন্ত চলতে পারে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ