বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০০:১৫

কয়েক দিন ধরে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যায় তথ্য অনুযায়ী, সেই রেকর্ড ভেঙে টেকনাফে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত এ তাপমাত্রা চলতি বছরের সর্বোচ্চ।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী দুইদিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরবর্তী পাঁচদিনে বৃষ্টি/বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ