আজকের শিরোনাম :

রাজধানীতে বৃষ্টি, কমবে তাপমাত্রা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ০৯:১৯

আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কাই সত্য হলো। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, ৩, ৪ ও ৫ জানুয়ারি সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী ৬ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে যাবে, গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। ৬ জানুয়ারির পর একটি এবং মাসের শেষ দিকে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এছাড়া মাসের মাঝামাঝিতে একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তখন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে চলে আসতে পারে।

শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে সরকারের প্রস্তুতি তুলে ধরতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন। প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনের আগে জানুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাসের বিস্তারিত জানান অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন।

তিনি বলেন, শৈত্যপ্রবাহে মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা বিস্তারিতভাবে সংবাদ সম্মেলনে তুলে ধরেন ত্রাণ প্রতিমন্ত্রী।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ