আজকের শিরোনাম :

মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১৫:৪৬

সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। দক্ষিণÑপশ্চিম মৌসুমি বায়ু রংপুর ও রাজশাহী বিভাগ হতে বিদায় নিয়েছে। বাংলাদেশের অবশিষ্ট অংশ থেকে আগামী ২ দিনের মধ্যে দক্ষিণÑপশ্চিম মৌসুমি বায়ু প্রস্থান করতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। মৌসুমি বায়ু প্রস্থান করায় বাংলাদেশের আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে।

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫৫ মিনিটে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ