আজকের শিরোনাম :

বৃষ্টি হবে আরো ৩ দিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭

আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারা দেশে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এত বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আর ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত কমতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিদ্যমান বলেও আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ