আজকের শিরোনাম :

মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ১৩:৫৫

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় আগামী ২-৩ দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং এ সময় বৃষ্টিপাতের প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, আগামী ২-৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে।

তিনি জানান, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার এবং বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২১ মিনিটে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ