আজকের শিরোনাম :

আরও ২৪ ঘণ্টা ভারি বৃষ্টির সম্ভাবনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ১২:৫৯

রংপুর, ময়মনসিংহ, সিলেট  ও চট্টগ্রাম  বিভাগে আগামী ২৪ ঘণ্টা ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অন্যদিকে ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ আষাঢ়ের ২৮ তারিখ। বর্ষার বৃষ্টি ঝরানো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে গত কয়েক দিন ধরে দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হচ্ছে। ঢাকায় খুব বেশি বৃষ্টি না হলেও গত কয়েক দিনে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা রয়েছে, দেখা মিলছে না সূর্যের। 

শুক্রবার আবহাওয়া অধিদফতর বলছে,  বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এবং চট্রগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

আর আজকে ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ১০-১৫ কিলোমিটার/ঘণ্টায় বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। 

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট। আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৯ মিনিট। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ