আজকের শিরোনাম :

বিপদ সংকেত নামিয়েছে আবহাওয়া অধিদপ্তর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০১৯, ১৭:০৮ | আপডেট : ০৪ মে ২০১৯, ১৭:১২

ঘূর্ণিঝড় ফণীর কারণে জারি করা বিপদ সংকেত নামিয়ে সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৪ মে) দুপুর সোয়া ১টায় সংস্থাটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। ঘূর্ণিঝড়টি বর্তমানে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলে বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর আগে ফণীর কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত, চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর এবং কক্সবাজার উপকূলে চার নম্বর সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

এবিএন/মমিন/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ