আজকের শিরোনাম :

চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভূমিকম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৫

চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় আজ রবিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মিজোরামের সাহা জেলায়।

এদিকে ভূমিকম্পে চট্টগ্রাম নগরের অনেক ভবন কেঁপে ওঠে। লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। অনেকে ভয়ে ছোটাছুটি করতে থাকেন। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে রাজধানীতে সকাল থেকে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো হাওয়াসহ দুই দফায় মুষলধারে বৃষ্টিপাত হয়। থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। 

আবহাওয়া অধিদফতর আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানায়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ