আজকের শিরোনাম :

২০১৮ সাল চতুর্থ উষ্ণতম বছর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৮, ২০:০৪

গত বিশ বছরের মধ্যে ২০১৮ সাল চতুর্থ উষ্ণতম বছর ছিল বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। জলবায়ু সম্মেলন শুরু হওয়ার আগে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি।

প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়, আগামী বছরগুলোতেও তাপমাত্রা বাড়ার হার অব্যাহত থাকবে। ক্রমাগত জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্ব তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে বলেও জানানো হয়। চলতি শতকের শেষে বৈশ্বিক গড় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে বলে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়। এজন্য জলবায়ু পরিবর্তন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় সংস্থাটি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ