আজকের শিরোনাম :

ঘূর্ণিঝড় গাজা আরও পশ্চিম-দক্ষিণে সরে গেছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ১৫:৩৭

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় গাজা আরও পশ্চিম-দক্ষিণ দিকে সরে গেছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি আজ বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫১৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৪৬০, মংলা থেকে ১৩৯০ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে সমুদ্রবন্দরসমূহকে ২ নন্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ১৩ মিনিটে আগামীকাল সূর্যোদয় ৬টা ১৪ মিনিটে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ