আজকের শিরোনাম :

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ১৩:৪৪

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সকল নদ-নদীর পানি সমতলে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা-নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল হয়ে যেতে পারে। একই সঙ্গে গঙ্গা-পদ্মা এবং মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যস্ত সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৯ মিনিটে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ