আজকের শিরোনাম :

স্মার্টফোনের ব্যাটারিকে দীর্ঘদিন ভাল রাখার উপায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০১৮, ১১:৫১

ঢাকা, ১২ মে, এবিনিউজ : প্রযুক্তির দুনিয়ায় স্মার্টফোন ছাড়া এক দিনও কল্পনা করা অসম্ভব৷ সময় পরিবর্তন এনেছে ডিসপ্লে স্ক্রিন থেকে শুরু করে ক্যামেরা সবকিছুতেই৷ কিন্তু, ব্যাটারির ডিজাইনে কোনরকম পরিবর্তন আসেনি৷ স্মার্টফোনের ব্যাটারিকে দীর্ঘজীবী রাখতে জেনে নিন কয়েকটি টিপস্-

১) অনেকেই ফোন চার্জের জন্য ব্যবহার করেন ফাস্ট চার্জার৷ যেটি মুহূর্তের মধ্যে চার্জ করে দেয় ফোনটিকে৷ কিন্তু, গবেষণা জানাচ্ছে এটি দ্রুত খারাপ করে দিতে পারে আপনার ফোনকে৷

২) ফোনের অটো-ব্রাইটনেস অপশানটি নষ্ট করতে পারে ব্যাটারিকে৷ অপশানটিতে বেশি আলোর প্রয়োজন পড়ে৷ যেটি ফোনের জন্য ক্ষতিকর হতে পারে৷ তাই, শুধুমাত্র প্রয়োজনে এটিকে ব্যবহার করুন৷

৩) অনেক সময় কিছু অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলে সর্বদা ওপেন করা থাকে৷ যেটি একটি কারণ হতে পারে৷ তাই, শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপটিকেই ওপেন রাখুন৷ এই ছোট স্টেপই ফোনের ব্যাটারিটিকে ভাল রাখবে দীর্ঘদিন৷

৪) উচ্চ তাপমাত্রায় ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷ তাই, ফোনটিকে অতিরিক্ত তাপমাত্রা থেকে দূরে রাখুন৷ একইভাবে কম উষ্ঞতাও হতে পারে ফোনের ব্যাটারি নষ্টের কারণ৷

৫) মোবাইলের সেলুলার ডেটার অপশানটির কম ব্যবহার বহুদিন পর্যন্ত ভাল রাখতে পারে ফোনকে৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ