ভারতের পর টিকটক নিষিদ্ধ করতে চলেছে যুক্তরাষ্ট্র?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ০০:৪৯

ভারতের পর এবার টিকটকসহ বিভিন্ন চীনা সামাজিক মাধ্যম অ্যাপ নিষিদ্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন আভাসই দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পম্পেও বলেন, ‘আমি প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্পের) সামনে এটি নিয়ে আসতে চাচ্ছি না, কিন্তু এটি নিয়ে আমরা ভাবছি।’

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে মার্কিন আইন প্রণেতারা টিকটকের ব্যবহারকারী ডেটা সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক আগেই। টিকটকের মালিক প্রতিষ্ঠান ‘বাইটড্যান্স’ বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান। চীনা এক আইন রয়েছে যাতে বলা হয়েছে সব প্রতিষ্ঠানকে ‘চীনা কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত গোয়েন্দা কর্মকাণ্ডে সমর্থন ও সহযোগিতা করতে হবে।’ মূলত ওই আইন প্রশ্নে টিকটক নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রণেতারা।

টিকটক অ্যাপের মালিক প্রতিষ্ঠান চীনা হলেও চীনে টিকটক নেই। দেশটির জন্য আলাদা একটি সংস্করণ রয়েছে অ্যাপটির।

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারি, হংকং এবং বাণিজ্য যুদ্ধ ইত্যাদি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিতণ্ডা বাড়ছে। অন্যদিকে, সম্প্রতি চীনের সঙ্গে সীমান্ত প্রশ্নে বিবাদে জড়িয়ে পড়েছে ভারত। এর পরপরই টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে চীনের প্রতিবেশী দেশটি।

চীনের নতুন রাষ্ট্রীয় নিরাপত্তা আইনের মুখে হংকংয়ের বাজার ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছে টিকটক-ও।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ