আজকের শিরোনাম :

অনুমোদন ছাড়া নতুন কোনো অফার চালু করতে পারবে না জিপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২০, ১৯:১৫

পহেলা জুলাই থেকে অনুমোদন ছাড়া নতুন কোনো প্যাকেজ, অফার বা সার্ভিস চালু করতে পারবে গ্রামীণফোন।

পহেলা জুলাই থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির অনুমোদন ছাড়া কোনো নতুন প্যাকেজ, অফার, সার্ভিস চালু করতে পারবে না গ্রামীণফোন। রবিবার (২১ জুন) সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার বা এসএমপি কার্যকর করতে জিপিকে এই নির্দেশনা পাঠিয়েছে বিটিআরসি।

সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার (এসএমপি) অপারেটর বা একচেটিয়া অপারেটর হিসেবে গ্রামীণফোনের ওপর দুটি বিধি-নিষেধ কার্যকরের নোটিশ দেয়া হয়েছে।

বিধি-নিষেধ দু'টি হলো- মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি লকিং পিরিয়ড কমিয়ে দেয়া হয়েছে। অন্য বিধি-নিষেধ হলো- বর্তমানে জিপির চালু থাকা সকল সার্ভিস, প্যাকেজ, অফার নতুন করে অনুমোদন নেয়া ও নতুন কোনো প্যাকেজ বা সেবার ক্ষেত্রেও অনুমোদন নিতে হবে।

বিটিআরসি গ্রামীণফোনকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এসএমপি ঘোষণা করে। এরপর ১৫ মাস পেরিয়ে ২০২০ সালের জুনে এ সংক্রান্ত বিধিনিষেধ কার্যকরের এই পদক্ষেপ। কোনো অপারেটরের কার্যকর গ্রাহক বা আয় বাজারের ৪০ শতাংশ হলে তাকে এসএমপি ঘোষণা করা যাবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ