আজকের শিরোনাম :

৩১ মের মাঝে বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দেবে গ্রামীণফোন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২০, ১৭:৫৪

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আদেশ মেনে আগামী ৩১ মের মাঝে  দ্বিতীয় কিস্তির আরও ১ হাজার কোটি টাকা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)কে পরিশোধ করবে গ্রামীণফোন।

আজ সোমবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর।
এর আগ গত ২৩ ফেব্রয়ারি আপিল বিভাগের আদেশ মেনে বিটিআরসিতে ১০০০ কোটি টাকা জমা দেয় গ্রামীণফোন।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘গ্রামীণফোন বাংলাদেশের আইন ব্যবস্থা ও সুপ্রিম কোর্টের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। সেই সাথে প্রতিষ্ঠানটি ভবিষ্যত ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়া, গ্রাহকসেবার মান উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশে আস্থা ফিরিয়ে আনা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় আদালতের সুরক্ষা প্রত্যাশা করে’।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিষ্ঠানটি তার অবস্থান পূর্নব্যক্ত করে বলতে চায়, বিটিআরসির অডিট আপত্তি ও পাওনা দাবি একটি বিরোধপূর্ণ বিষয়। একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আদালতের বাইরে অথবা আদালতে গ্রামীণফোন এই বিরোধের নিম্পত্তি করতে আগ্রহী।

উল্লেখ্য বিটিআরসি গ্রামীণফোনের কাছে নিরীক্ষা আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং অন্য অপারেটর রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ