আজকের শিরোনাম :

কয়েক লক্ষ ট্যুইটার অ্যাকাউন্ট ব্লক!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ১৮:২২

ঢাকা, ১৫ জুলাই, এবিনিউজ : অবৈধ কার্যকলাপ বন্ধ করতে কয়েক লক্ষ ট্যুইটার অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় করেছে কর্তৃপক্ষ৷ এবার সেগুলিকেই সাফাই করার সিদ্ধান্তের কথা বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল৷‘সুস্থ কথোপকথোন’ এবং ‘ভুয়া অ্যাকাউন্ট’- এর বিরুদ্ধে লড়াই করার উদ্দ্যেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷

উদ্যোগ বাস্তবায়নের পর ইউজাররা প্রোফাইলের ফলোয়ার সংখ্যায় পরিবর্তন লক্ষ করতে পারেন৷ অ্যাকাউন্টের অস্বাভাবিক পরিবর্তন ‘অ্যাকাউন্ট লক’ এর কারণ হতে পারে৷ সংস্থা ব্লগের মাধ্যমে জানাচ্ছে, বিশ্বের সমস্ত লকড অ্যাকাউন্টগুলিকে অপসারণ করতে চলেছে ট্যুইটার৷ যার জন্য বহু অ্যাকাউন্টের ফলোয়ার তালিকার নির্দিষ্ট সংখ্যা হ্রাসের প্রবণতা থাকছে৷

অন্যদিকে, অ্যাকাউন্টের ‘স্প্যামি বিহেভিহার’ সিস্টেমে ধরা পড়লে সেগুলিকে রিমুভ করা হবে৷ সংস্থার তথ্য অনুযায়ী, বেশিরভাগ ইউজার ফলোয়ার সংখ্যায় খুব সামান্য পরিবর্তনই দেখতে পাবেন৷ কিন্তু, বেশ কিছু ইউজারের ক্ষেত্রে বিষয়টি চিন্তার হতে পারে৷ তবে, মাধ্যমটিকে আরও বেশি স্বচ্ছ এবং বিশ্বস্ত করে তোলার জন্যই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে৷ এই মূহুর্তে ট্যুইটার ব্যবহার করেন প্রায় ৩৩০ মিলিয়ন মানুষ৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ