কঠোর নিরাপত্তা দিতে আপডেট হচ্ছে জুম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০১:২৩

নানা অভিযোগের পর নতুন সিকিউরিটি ও প্রাইভেসি ফিচার নিয়ে আসছে জুম ৫.০। এখন থেকে ৯০ দিনের সিকিউরিটি প্ল্যানের আওতায় ভিডিও চ্যাট ও অডিও কল হবে কঠোর নিরাপত্তায়।

গোপনীয়তা নিয়ে প্রশ্ন ওঠার পরই জুম জানায়, নতুন আপডেটে মূলত তথ্য গোপন রাখার দিকে নজর দেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মে যুক্ত করেছে AES 256-bit GCM এনক্রিপশন।

জুম ব্যবহার করার সময় অনেকেই জানিয়েছিল, ভিডিও কনফারেন্সিং এর সময় অনেক ক্ষেত্রে অপরিচিত ব্যক্তির আগমন ঘটে। সম্প্রতি নতুন আপডেটে সেই সমস্যা দূর হবে। তারা জানিয়েছে, নতুন লেভেলের এনক্রিপশন বর্তমানে জুম মিটিং, জুম ভিডিও ওয়েবিনার এবং জুম ফোন জুড়ে ব্যবহার করা যাবে।

জুম ৫.০ তে রয়েছে রিপোর্ট ইউজার বাটন। মিটিং যে সঞ্চালনা করবেন সে কোনো সমস্যা দেখলে রিপোর্ট করতে পারবেন। অন্য ইউজারকেও জানাতে পারবেন।

মিটিং পাসওয়ার্ড এখন ডিফল্ট মোড। সুতরাং জুম কলের জন্য পাসওয়ার্ড তৈরিতে থাকবে ডিফল্ট ফিচার। চলতি সপ্তাহেই আসতে পারে জুম ৫.০।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ