করোনা : ‘সামাজিক দূরত্ব’ মেপে দেবে ইনস্টাগ্রাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০০:৫৮

দেশে দেশে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-১৯। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসের সঠিক কোনো প্রতিষেধক না আবিষ্কার হওয়ায় চিকিৎসকরা ঘন ঘন সাবান-পানি বা স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে মেনে চলতে বলা হচ্ছে সামাজিক দূরত্বও। কিন্তু নির্দিষ্ট দূরত্বে দাঁড়ানোর হিসাব করা অনেকের জন্য বেশ ঝামেলার।

এরই ধারাবাহিকতায় করোনার সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব এক মিটার (৩.৩ ফুট) মানতে সহায়তা করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম।

ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের লেন্স ফিচার চালু করলেই সামনে থাকা ব্যক্তি থেকে কত দূরত্বে দাঁড়াতে হবে তা স্মার্টফোনের স্ক্রিনে দেখা যাবে। এই ফিচারের মাধ্যমে সহজেই ইনট্রাগ্রাম ব্যবহারকারীরা সামাজিক দূরত্ব মেনে চলতে পারবেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ