আজকের শিরোনাম :

করোনার ‘গুজব’ ঠেকাতে হোয়াটসঅ্যাপে ডব্লিউএইচওর তথ্য

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৮:৪২

প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ নিয়ে বিশ্বে অসংখ্য গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে একশ্রেণির দুষ্কৃতকারীরা।

এমতাবস্থায় দুষ্কৃতিকারীদের ঠেকাতে এবার হোয়াটসঅ্যাপে করোনা ভাইরাস সংক্রান্ত বিস্তারিত তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাদের এই সেবা নিতে পারছেন যে কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। ফলে ম্যাসেজিং সেবাটির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে তথ্য পৌঁছাতে পারবে।

তাদের দেওয়া নম্বর (+৪১৭৯৭৮১৮৭৯১) মুঠোফোনে সেইভ করে হোয়াটসঅ্যাপ থেকে শুধু ‘Hi’ লিখে সেন্ড করলেই আক্রান্তের সংখ্যা, নিজেকে সুরক্ষিত রাখতে কী করতে হবে সব জানিয়ে দেবে ডব্লিউএইচও।

এই সেবায় বিভিন্ন প্রশ্নের উত্তর ছাড়ও তথ্য যাচাই, ভ্রমণবিষয়ক পরামর্শ ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের খবর জানতে প্রতিটি বিষয়ের পাশে থাকা নির্ধারিত সংখ্যা লিখে সেন্ড করতে হবে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরতি ম্যাসেজে বিস্তারিত তথ্য জানাবে তারা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ