আজকের শিরোনাম :

করোনা সচেতনতায় শর্টকোড ১০৬৫৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০০:৪৫

বিটিআরসি করোনার বিষয়ে জানতে ও জানাতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান বা আইইডিসিআরকে ১০৬৫৫ শর্টকোড বরাদ্দ করে দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিটিআরসি প্রতিষ্ঠানটিকে এই শর্টকোড দিয়েছে।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খাঁন জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুততম সময়ে এই শর্টকোড বরাদ্দ দেওয়া হয়েছে। আইইডিসিআর সপ্তাহখানেক আগে এর জন্য আবেদন করেছিল। কোনো ফি ছাড়াই এটি বিটিআরসিকে বরাদ্দ করা হয়েছে।

শর্টকোডে ফোন করে করোনা নিয়ে আইইডিসিআরের সেবা পাওয়া যাবে। করোনা আক্রান্তের লক্ষণ দেখলে পরীক্ষার জন্য জানানোসহ এই বিষয়ে যেকোনো অভিযোগ ও সমস্যার বিষয়ে জানানো যাবে।

এই শর্টকোডে কল করতে প্রতি মিনিট ৪৫ পয়সা চার্জ রয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ