আজকের শিরোনাম :

পুষ্টিবিদ হিসেবে কাজ করবে ‘ফুডসুইচ’ অ্যাপ!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৮, ১৬:০৪

ঢাকা, ০৭ জুলাই, এবিনিউজ : মুদি দোকানে পুষ্টিবিদ হিসেবে কাজ করবে এমন একটি অ্যাপ বানিয়েছেন গবেষকরা। ‘ফুডসুইচ’ নামের এই অ্যাপটি মোড়কজাত খাবারের বারকোড স্ক্যান করে খাবারের পুষ্টির রেটিং দেখাবে ও একই ধরনের শনাক্ত করতে ব্যবহারকারীদেরকে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি–এর সহযোগী অধ্যাপক মার্ক হাফম্যান বিশ্ববিদ্যালয়টির প্রকাশ করা এক বিবৃতিতে বলেন, ‘ফুডসুইচ অনন্য কারণ এর ফলে ব্যবহারকারীকে স্বাস্থ্যকর বিকল্প খাদ্য খুঁজতে হবে না। সবগুলোই অ্যাপে তালিকাভূক্ত।’ অন্যান্য পুষ্টি অ্যাপের তুলনায় এই অ্যাপের ভিন্নতা হচ্ছে এটি ব্যবহারকারীদেরকে দেশের নতুন ও পরবর্তিত খাবারগুলো নিয়েও তথ্য জিজ্ঞাসা করে। বর্তমানে এতে ২ লাখ ৬৮ হাজার পণ্যের ডেটাবেইস রয়েছে বলে উল্লেখ করা হয় আইএএনএস–এর প্রতিবেদনে।

অ্যাপটিতে ‘হেলথ স্টার রেটিং’ ব্যবস্থাও রয়েছে। এতে প্রতিটি খাদ্যপণ্য কতোটা স্বাস্থ্যকর তার উপর ভিত্তি করে ০.৫ থেকে ৫ তারকা পর্যন্ত রেটিং দেওয়া যায়। সেইসঙ্গে কোন খাবারে কী পরিমাণ চর্বি, চিনি আর লবণ আছে তাও আলাদাভাবে দেখানো হয় এতে। একজন প্রাপ্ত বয়স্কের জন্য কোনটি কত শতাংশ প্রয়োজন সে তথ্যও দেখানো হয়। এক্ষেত্রে লাল, সবুজ আর হলুদ আলো ব্যবহার করা হয়। কোনো খাদ্যে লাল আলোর মানে হচ্ছে এতে অনেক বেশি চর্বি, চিনি আর লবণ আছে। একই রকম খাদ্যপণ্যগুলোর মধ্যে তুলনা করার সুযোগও রয়েছে ব্যবহারকারীদের জন্য।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ