আজকের শিরোনাম :

আইটি ব্যবসা পরিচালনায় কর্মমূখি প্রশিক্ষণ দেবে সিস্টেমআই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০১৮, ১৩:৫২

ঢাকা, ০১ জুলাই, এবিনিউজ : প্রযুক্তি ব্যবসা নিয়ন্ত্রণ ও হার্ডওয়্যার পণ্য রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল তৈরিতে ৫০০ তরুণকে প্রশিক্ষণ দেবে সিস্টেমআই।

ডেস্কটপ ও ল্যাপটপ সার্ভিস, সিসিটিভি ও নেটওয়ার্ক সেটআপ, সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার কৌশল, মার্কেটিং ও লিডারশিপ, গ্রাহক সেবা প্রদান, সেবার মান উন্নয়ন, প্রচারের মাধ্যম, আইটি ব্যবসার ঝুঁকি এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, আইটি সেবামূলক ব্যবসায় পুঁজির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজের দক্ষতা, আন্তরিকতা ও নিয়মানুবর্তিতা। শুধু পণ্য বিক্রি করে মুনাফা করার দিন শেষ। এখন তথ্যপ্রযুক্তি পণ্য ব্যবসার সূত্র হচ্ছে ‘পণ্য+দায়িত্বশীল সেবা=অধিক মুনাফা’।

সিস্টেমআইয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক রেজিস্টেশন করতে ক্লিক করতে হবে এই ঠিকানায়

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ