আজকের শিরোনাম :

আইন লঙ্ঘনের দায়ে টেলিনরকে ৮১১ কোটি টাকা জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০১৮, ১২:৪৭

ঢাকা, ০১ জুলাই, এবিনিউজ : প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে নরওয়ে ভিত্তিক কোম্পানি টেলিনরকে ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে নরওয়ের প্রতিযোগিতা কমিশন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮১১ কোটি টাকা। টেলিনর বাংলাদেশে শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী।

টেলিনরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা নিজেদের প্রভাব খাঁটিয়ে বাজারে নতুন একটি মোবাইল ফোন অপারেটরের প্রবেশকে বাধাগ্রস্ত করেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে টেলিনর বলছে, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত নয়।

বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে টেলিনরের শেয়ারের পরিমাণ ৫৫ দশমিক ৮ শতাংশ। দেশীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রামীণ টেলকমের শেয়ার আছে ৩৪ দশমিক ২ শতাংশ। বাকি ১০ শতাংশ শেয়ার আছে বাংলাদেশের সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

বর্তমানে নরওয়েসহ বিশ্বের ৮টি দেশে টেলিনরের ব্যবসা আছে। দেশগুলো হলো বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন। এশিয়ার পাঁচটি দেশ থেকে টেলিনরের মোট আয়ের ৪৭ শতাংশ।

গ্রামীণফোনের দেয়া তথ্য অনুযায়ী, টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন বর্তমানে ৬৮ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করে দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৯ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারেছে।

এবিএন/জসিম/নির্ঝর
এই বিভাগের আরো সংবাদ