আজকের শিরোনাম :

অনলাইনে এআর কনটেন্ট নির্মাণ শেখাবে গুগল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০১৮, ১৭:৪৭

ঢাকা, ২৬ জুন, এবিনিউজ : অগমেন্টেড রিয়েলিটি ও এআরকোর বিষয়ে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম কোর্সের ক্লাস পরিচালনার ঘোষণা দিয়েছে গুগল।

এআর কনটেন্ট নির্মাণের ফরম্যাট সম্পর্কে কোনো ধারণা না থাকলেও এ কোর্সে অংশ নেওয়া যাবে। এ সম্পর্কে যাদের জ্ঞান খুব সীমিত কোর্সটি তাদের কথা ভেবে সাজানো হয়েছে। এছাড়া, কোর্সটিতে গুগলের নিজস্ব প্রযুক্তি ‘পলি প্রজেক্ট লাইব্রেরি’ সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

কোর্সটির ক্লাস শুরু হবে ১৬ জুলাই থেকে। চার সপ্তাহব্যাপী এই কোর্সে ১৫ ঘণ্টার ক্লাস লেকচার আপলোড করা হবে। তবে কোর্সের সার্টিফিকেট নিতে চাইলে খরচ করতে হবে ২৯ ডলার বা ২ হাজার ৩৭৮ টাকা। আর সার্টিফিকেট নিতে না চাইলে সম্পূর্ণ কোর্সটি বিনামূল্যেই করা যাবে।

গুগলের এআরভিক্তিক অ্যাপ যতো বেশি সমৃদ্ধ হবে ততো বেশি জনপ্রিয় হবে অ্যান্ড্রয়েডের মোবাইল এআর। অ্যাপলের এআর কিটকে টেক্কা দেওয়াও গুগলের এই কোর্স চালুর অন্যতম উদ্দেশ্যে।

 ‘ইন্ট্রোডাকশন টু অগমেন্টেড রিয়েলিটি ও এআরকোর’ কোর্সটিতে অংশ নিতে চাইলে ক্লিক করতে হবে এই ঠিকানায়

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ