আজকের শিরোনাম :

বিশ্বজুড়ে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটস অ্যাপে বিভ্রাট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ২২:৫৮

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ডাউন হয়েছে। ছবি, পোস্ট ও ভিডিও দেখতে এবং লগইন করতে সমস্যা হচ্ছে। একই সমস্যা হচ্ছে হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রামে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এ সমস্যা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা।

ডাউন ডিটেক্টর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকাল ৮টার পর থেকে বিশ্বজুড়ে এ সমস্যা দেখা দেয়।  তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের ব্যবহারকারীরা বেশি ভোগান্তিতে পড়েন।  এদিকে বুধবার দুপুরের পর থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল।  কারিগরি ত্রুটির কারণে ফেসবুক ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশের ব্যবহারকারীরাও বিভ্রাটে পড়েছেন। বুধবার সন্ধ্যার পর থেকে ফেসবুকে ঢোকা গেলেও গতি ছিল খুবই কম। রাত ৮টা ৪৯ মিনিট থেকে বাংলাদেশে সমস্যা বেশি হচ্ছে। ফেসবুকে পোস্ট করা অধিকাংশ ছবিই দেখা যাচ্ছে না। কোনও তথ্য শেয়ার করতেও সময় নিচ্ছে ফেসবুক।

ডেইলি মেইল বলছে, সার্বিক ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনও উত্তর পাওয়া যায়নি। ফেসবুক কর্তৃপক্ষও এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ