আজকের শিরোনাম :

বাংলা নববর্ষে গুগলের শুভেচ্ছা ডুডল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ১০:২৩

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ শুভেচ্ছা ডুডল প্রকাশ করেছে। গুগলের হোমপেজে এ বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে।

এতে ফুটিয়ে তোলা হয়েছে মঙ্গল শোভাযাত্রা। সবুজ জমিনের ওপর রঙিন শোভাযাত্রাটি রাজধানীর চারুকলা থেকে বের হওয়ার আদলে ডুডলে শোভা পেয়েছে। দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতির শোভাযাত্রা। সেইসঙ্গে শোভা পাচ্ছে কাগজের তৈরি ঘোড়া, যা আবহমান বাঙলা সংস্কৃতির অংশ।

প্রসঙ্গত, বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করা হয় তাকে ডুডল বলা হয়। গুগল বিভিন্ন উৎসব ও দিবসে ডুডল বিশেষ ডুডল প্রকাশ করে থাকে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ