আজকের শিরোনাম :

বিশ্বজুড়ে ফেসবুক বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ০৯:১০

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই বুধবার রাত ১০টার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। বেশিরভাগ ব্যবহাকারীই ফেসবুকে ঢুকতে পারছেন না, এছাড়া কোনো কিছু শেয়ার করাতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন অনেকেই। কারিগরি সমস্যার কারণেই এমনটা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ডাউন ডিটেক্টরের মানচিত্র অনুযায়ী, এশিয়া ও আমেরিকা, যুক্তরাজ্য এবং উত্তর ইউরোপ জুড়ে অনেক দেশেই এই সমস্যা বেশি হচ্ছে। এছাড়াও প্রভাব পড়ে আফ্রিকার কয়েকটি দেশেও। কারিগরি সমস্যার কারণে ব্যবহারকারীরা সহজেই ফেসবুকে ঢুকতে পারছেন না। পাসওয়ার্ড দিয়ে লগইন করলে এরর লেখা ভেসে আসছে।

ফেসবুক কর্তৃপক্ষের দাবি, এই সমস্যা খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কিছু সময়ের মধ্যে তা চিহ্নিত করা গেছে এবং তা ঠিকও হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণেই কিছু সমস্যা হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ