আজকের শিরোনাম :

এবার নকলের অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০১৮, ১৬:৫৮

ঢাকা, ৩১ মে, এবিনিউজ : তথ্য চুরির পর এবার নকলের অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে৷ স্ন্যাপ CEO অভিযোগ করে বলেছে, সোশ্যল নেটওয়ার্কিং সাইটটি নকল করেছে স্ন্যাপচ্যাটের ডেটা প্রটেকশন পলিসিকে৷ গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে স্ন্যাপচ্যাট চিফ বলেন, ইউজারদের গোপন তথ্যগুলিকে সুরক্ষিত রাখতে ফেসবুক ব্যর্থ হয়েছে৷ তাই, প্রতিপক্ষ যদি আমাদের ডেটা প্রকেটশন পলিশিটিকে নকল করে সেক্ষেত্রে উপকৃত হবেন অনেক ইউজার৷

তবে, নিরব থাকেনি ফেসবুকও৷ বুধবার ট্যুইটের মাধ্যমে ফেসবুক চিফ জানান, পূর্বে স্ন্যাপচ্যাট ইউজারদেরকে দেওয়া প্রতিশ্রুতিকে রক্ষা করতে অক্ষম হয়েছে৷ তাই, স্ন্যাপচ্যাটকে নকল করা খুব একটা সঠিক পদক্ষেপ নয়৷ ইতিমধ্যেই ফেসবুক কপি করেছে স্ন্যাপচ্যাটের ‘স্টোরিজ্’ সহ একাধিক ফিচারকে৷ স্ন্যাপচ্যাট মূলত একটি ফটো শেয়ারিং সাইট৷ যেটি ১ এপ্রিল একটি নতুন ফিল্টার নিয়ে আসে ইউজারদের জন্য৷ আর, সেকারণেই ব্যাপকভাবে ট্রোলের শিকার হয় ফেসবুক৷

অন্যদিকে, ২০১৭ তে স্ন্যাপচ্যাটকে পুনরায় ডিজাইন করা হয়৷ গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ নতুন ডিজাইনটি অনেক বেশি সহজ করা হয়েছে৷ যাতে বেশি ইউজার এটিকে ব্যবহার করতে পারে৷ আশা করা হচ্ছে, এটি ভুয়া খবরকে অনেকাংশে কমাবে৷ যদিও, স্ন্যাপচ্যাটের নতুন ডিজাইনটি খুব বেশি প্রভাব ফেলতে পারেনি ইউজারদের উপর৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ