আজকের শিরোনাম :

নেতানিয়াহুপুত্রের একাউন্ট বন্ধ করলো ফেসবুক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:২৪

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি বিদ্বেষপূর্ণ পোস্ট দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর। ফিলিস্তিন ও মুসলমানদের নিয়ে এমন পোস্ট দেয়ায় তার একাউন্ট ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

নিজের টুইটার একাউন্টে এ তথ্য জানিয়ে ২৭ বছরের ইয়াইর বলেন, ‘এক অবিশ্বাস্য ঘটনা ঘটালো গোয়েন্দা পুলিশ (ফেসবুক)।’ এ সময় তিনি ফেসবুকের মুছে ফেলা পোস্টের ‘স্ক্রিন শট’ও টুইটারে পোস্ট করেন।

বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার ইসরায়েলি দুই সেনাকে হত্যা করে এক ফিলিস্তিনি। এ হত্যার ‘প্রতিশোধ নেয়ার’ আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ইয়াইর। এরপরই তার ওই পোস্ট মুছে দেয় কর্তৃপক্ষ।

এর আগে অন্য এক পোস্টে ইয়াইর লেখেন, ‘আমি বরং সব মুলসমান ইসরায়েল ছেড়ে যাক, সেটাই দেখতে চাইব।’ তার এ পোস্টটিও মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

এর আগেও ইয়াইর ফেসবুকে এ ধরনের বিদ্বেষপূর্ণ ও ঘৃণ্য বক্তব্য ছড়িয়েছেন। এজন্য তার বিরুদ্ধে অসাম্প্রদায়িক নীতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ফেসবুক।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ