আজকের শিরোনাম :

হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝৌর জামিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:২৬

চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝৌর জামিন মঞ্জুর করেছেন কানাডার আদালত। তবে মুক্তি পেলেও আপাতত দেশে ফিরতে পারছেন না তিনি।

মঙ্গলবার তিনদিনের শুনানি শেষে ১ কোটি কানাডিয়ান ডলার জামানতের শর্তে তার জামিন মঞ্জুর করা হয়। এছাড়াও শর্তে তার পাসপোর্ট জমা এবং ভ্যানকুভারে নিজ বাড়িতে রাতে গৃহবন্দী থাকার কথা উল্লেখ রয়েছে।

ওয়ানঝৌর ঘটনায় চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতির দিকে গেলে এক্ষেত্রে হস্তক্ষেপ করতো যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর মধ্যেই, কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কভরিগকে আটক করেছে চীন। তাকে আটকের পেছনে মেং ওয়ানঝৌর গ্রেফতারের কোনো সম্পর্ক আছে কী না তা স্পষ্ট নয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কভরিগকে মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ