আজকের শিরোনাম :

ফেসবুক সদর দপ্তরে বোমা আতঙ্ক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:১১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সদর দপ্তরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বোমা হামলা থেকে বাঁচতে তাৎক্ষণিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের দপ্তর খালি করে দিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরে অবশ্য তল্লাশি চালিয়ে বিস্ফোরক জাতীয় কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। 

মেনলো পার্ক পুলিশ দপ্তর জানিয়েছে, বোমার হুমকি পাওয়ার খবরে জেফারসন ড্রাইভের একটি ভবন থেকে সবাইকে বের করে আনা হয়। তবে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু সেখানে পায়নি।

মেনলো পার্কে ফেইসবুকের ঠিক কোন ভবনটি খালি করা হয়েছে, তা স্পষ্ট করেনি পুলিশ।

সিলিকন ভ্যালির আরেক কোম্পানি ইউটিউবের সদরদপ্তরে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা হুমকি তৈরি হয়েছি।

গত মে মাসে এক নারী স্যান ফ্রান্সিসকোতে ইউটিউব সদর দপ্তরে গুলি চালিয়ে তিনজনকে আহত করেন। পরে নিজে আত্মহত্যা করেন।  

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ